![]() |
কাঠবিড়ালি |
বন্ধু ও কাঠবিড়ালি
কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও, গুড় মুড়ি খাও
ভালোবেসে কাছে এসো, আরও নিয়ে যাও।
ভালোবেসে আসলে কাছে, দেবো তোমায় ফল ভরিয়ে
খাবে তুমি যত ইচ্ছা,পুরো তোমার মনটা ভরে।
গাছে গাছে থাকো তুমি, গাছটি হলো তোমার ঘর
আমি থাকি মাটিতে, মাটিতে হল আমার ঘর।
ওগো তুমি কাঠবিড়ালি, শোন একটি কথা আমার
আমার সাথে বন্ধুত্ব করলে, পাবে ফল বারে বার।
তুমি হলে প্রকৃতির দান, তোমাকে করি আমরা সম্মান
মারব না ধরবো না তোমায় কখনো, ভয় করো না তুমি এখনো।
তুমি প্রকৃতির রুপ হয়ে, এসেছো তাই আমাদের কাছে
থেকো তুমি ভালো হয়ে, প্রকৃতিকে ভালোবেসে।
খাওয়া তুমি কি ফল, দেবো তোমায় আমি
আপেল, কলা, লেবু, বেদানা, খেয়ে নাও তুমি এক্ষুনি।
তুমি হচ্ছো ছোটো প্রাণী, দেখতে খুবই মিষ্টি
আকৃতিতে ছোটো তুমি, এটা পৃথিবীর সৃষ্টি।
এসো তুমি মাঝে মাঝে, খেলা করবো তোমার সাথে
হবে তুমি বন্ধু আমার, খেলবো আমরা আসে পাশে।
বন্ধু তুমি কাছে এসো, বলি তোমায় কানে কানে
হয়ে থাকবো আমরা দুজন, ভালো বন্ধু প্রতিক্ষনে।
কাঠবিড়ালি কাঠবিড়ালি, যাচ্ছো কোথায় তুমি এখন
একটু থাকো একটু বসো, যেও তুমি পরের ক্ষন।
চলো তুমি বন্ধু হয়ে, আমার সাথে আমার বাড়ি
খেতে দেবো তোমায়, আমি নানা ফলের ছড়াছড়ি।
আসবে তুমি মাঝে মাঝে, আমার সাথে দেখা করতে
দেখা করবো আমরা দুজনে, ওই পাহাড়ের এই জঙ্গলে।
তুমি ঘোরে বাইরে বাইরে, রোদ-বৃষ্টি তোমায় ঘিরে
থাকো তুমি ভালো হয়ে, প্রকৃতিকে আপন করে।
থাকো তুমি কোথায় বলো, বাড়ি তোমার কোন খানে
দেখাও আমায় তোমার বাড়ি, যাবো আমি সেখানে।
তুমি যদি না আসো, দেখা করে আসবো আমি
নিয়ে যাবো অনেক ফল, যেটা ইচ্ছা খাবে তুমি।
থাকো তুমি পৃথিবীতে, প্রকৃতিকে আপনি করে
রোদ-বৃষ্টি যতই আসুক, থাকবে তুমি প্রকৃতির কাছে।
বাড়ি যাই কালকে আবার, দেখা হবে তোমার সাথে
সকালে আসি আমি পাহাড়ে, তুমি থাকো যে জঙ্গলে।
No comments:
Post a Comment