![]() |
Esvar Bhagvan God |
মা ও বাবা
মা-বাবা হলেন ঈশ্বরের দান
তাদের কে আমরা পেয়েছি
এটা আমাদের কাছে অনেক মূল্যবান।
মা-বাবা কে ভালবাসবো আমরা সবাই
করবো না তাদের কে অসম্মান আমরা কখনোই।
মা-বাবা আছে বলে তাই আমরাও আছি
মা-বাবা না থাকলে আমরা কোথায় থেকে বাঁচি,
ঈশ্বর পাঠিয়েছেন আমাদের কে তাদের দাঁড়ায়
না তো আমরা কোথায় থেকে আসতাম এই বসুন্ধরায়।
মা-বাবা কর্তব্য সন্তানদের মানুষ করা
আমাদের কর্তব্য তাদের কে সারা জীবন মেনে চলা,
আমাদের ভাগ্য খুবই ভালো জন্ম নিয়ে এসেছি পৃথিবীতে
না হলে কবে মরে যেতাম জন্ম নিয়ে মায়ের কোলে।
মা-বাবার কাছে সন্তান আগে বাকী সব পরে
আর সন্তানের কাছে মা-বাবার ভালোবাসা, স্নেহ,আদর সবার উপরে,
মা-বাবা ছাড়া সন্তান বাঁচে না
সন্তান মা-বাবা ছাড়া আসে না।
মা-বাবা হলো স্বগের সমান
ভালোবাসো তাদের কে হবে মহান,
মা-বাবা ছাড়া পৃথিবী শূন্য
পৃথিবীতে এসেছো তাদেরই জন্য।
মা-বাবার আশীর্বাদ সন্তানের কাছে সবদা থাকে
তারা যেন বড়ো হয়ে ভালো মানুষ হতে পারে,
মা-বাবা হলো অমূল্য সম্পদের মতন
যেটা তোমার সেটা তোমারি থাকবে সারা জীবন।
মা-বাবা চায় আমার সন্তান একদিন অনেক বড়ো হয়ে যায়
সন্তান বড়ো হয়ে ভালো একটি কাজ পায়,
সন্তান কী কোনো দিন মাকে ভুলে যায়
আর মা কী সন্তান ছাড়া আর কিছু চায়।
মা-বাবার পবিত্র বন্ধনে আসলো সন্তান ভালোবাসায়,স্নেহের বাঁধনে
মা-বাবা তাকে ভালোবাসে আদর করে,
সন্তান ছাড়া মা-বাবা আর কী বোঝে
তাই সন্তান এসেছে এই পৃথিবীতে।
মা-বাবার রুপ হলো সন্তান, তাদের ভালোবাসার ফল হলো সন্তান
সন্তান পৃথিবীতে আসে মায়ের গর্ভ থেকে,
গর্ভের বেথা সহ্যয় করে মা সন্তানকে আনে এই দুনিয়াতে
সন্তান হলো মা-বাবার চাওয়া-পাওয়া
সন্তান ছাড়া মা-বাবার নেই কোনো আশা
তাই মা-বাবার আশীর্বাদ সবার সেরা।
No comments:
Post a Comment