Feelings and Experience with Life and Nature

Popular Posts

Sunday, July 7, 2019

Mayar Ashirwad | মায়ের আশীর্বাদ


মায়ের আশীর্বাদ

মা কথাটি শুনতে মধুর ডাকতে ভারি মজা
আকৃতিতে ছোট্ট দেখায় লিখতে অতি সোজা।
মা যে আমার জন্মদাতা স্নেহ দিয়ে ভরা
মা কে কখনো করো না অসম্মান ,এটা বিধাতার লেখা ।
মা কে ছাড়া আপন বলো কে আর আছে পৃথিবীতে
মা হচ্ছে সবার সেরা,সবার জন্মদাতা ।
দিনে রাতে মায়ের সেবা করো সব ভাই বোনেরা
মায়ের আশীর্বাদ না থাকলে পাবে না জীবনে কোনো সাফল্যেতা।
মায়ের আশীর্বাদ সঙ্গে থাকলে ,কোনো মন্দ হবে না জীবনে
সাফল্যেতা আসবে কাছে, জয়ী হবে তুমি সারা দেশে ।
মা যে তার শিশুকে কত ভালোবাসে,মা সেটা নিজেই জানে
মারুক,বকুক, যাই কিছু করুক সেই মা আবার বুকে টানে।
মা যে আমার এতো দামী, সোনা, হীরে,মুক্ত, খনি
শেষ হবে সব মায়ের কাছে, মায়ের আশীর্বাদ সবার উপরে ।
জগত মাঝে মায়ের সেবা, মানে না যে জন এই কথাটা
বুঝবে যেদিন থাকবে না মা এই জীবনের মাঝখান টা।

Maa, Mother
Maa


মা ডাক হচ্ছে এতো মধুর তুলনা যার নেই
দুঃখ, ব্যথায় ডাকলে এ নাম, কষ্ট ভুলে যাই ।
মা যে আমায় সারা জীবন আগলে রাখে ভালো বেসে
এই ভালোবাসার মূল্য দিও ভাই বোনের মায়ের কাছে ।
মায়ের কাছে শিশু আগে, শিশু ছাড়া মা কী বাঁচে
নয় মাস গর্ভধরে শিশুটিকে মা পৃথিবীতে আনে।
মা যে ছাড়া পৃথিবী শূন্য,পৃথিবীতে এসেছো মায়ের জন্য
এটা তোমার সৌভাগ্য, পেয়েছো মায়ের আঁচল জন্মানোর পরে ও।
যত দুরে থাকো তুমি মায়ের আশীর্বাদ পাবে তুমি
সারা জীবন এই আশীর্বাদ তোমার ভালোবাসার যোগ্য ।
হয় তো তুমি ভুলে যাবে মা যখন আর থাকবে না
কিন্তু মায়ের আশীর্বাদ সারা জীবন থাকবে তোমার সাথে ।
মা যে সবার অতি প্রিয় ভালোবাসা ও সম্মান তাকে দিও
এটাই সবার জীবনের লক্ষ্য,মাকে সবাই ভালোবেসো।
মা ডাক যে মায়ের কাছে শুনতে খুবই মধুর লাগে
সন্তানের ডাক শুনলে যে মা দৌড়ে আসে তার কাছে ।
মাকে সবাই ভক্তি করো শ্রদ্ধা করো ভালোবেসো
এটাই তোমার চাওয়া পাওয়া, মা যে হয় সবার সেরা ।

1 comment:

  1. খুব সুন্দর লেছে। পড়ে খুব ভালো লাগলো।

    ReplyDelete