প্রকৃতির কথা
![]() |
green-grass |
বৃষ্টি পড়ে ঝড় ঝড়িযে ঘাসের উপরে
সবুজ ঘাস বলছে তারে এবার থামরে।
সারাদিন সারারাত অনেক বৃষ্টি হলো
সবুজ ঘাস বলছে তারে বৃষ্টি তুমি বাড়ী ফেরো।
সেই সকাল থেকে পড়ছ মেলা এবার উঠবে সূযি মামা
ছোট্ট শিশুরা খেলবে হেসে ঝিলিমিলি রোদ্দুরের সাথে ।
সূযি মামা বললো ওগো কেমন আছো বন্ধু তুমি
সবুজ ঘাস বললো তাকে ভালো আছি তোমায় দেখে ।
জানো তুমি সারা রাত বৃষ্টি এতো হয়েছে শেষে
ভাবছিলাম তুমি উঠবে কখন শুকিয়ে দেবে আমায় এসে।
বৃষ্টি বললো আমি এসেছি প্রকৃতির ডাক তাই শুনেছি
প্রকৃতি যদি না ডাকতো আসতাম আমি সময় মতো ।
সবুজ ঘাস বললো হেসে বৃষ্টি তুমি এলে শেষে
ভরিয়ে দিলে প্রকৃতিকে সবুজ রঙের মধ্যে দিয়ে ।
সবুজ গাছ বললো ওগো বৃষ্টি তুমি অমূল
প্রকৃতি বললো বৃষ্টি তুমি এলে আমাদের জীবন সম্পূর্ণ ।
এসো গো তুমি মাঝে মাঝে ভরিয়ে দিতে সবুজ সাজে
অপেক্ষা করবো তোমার জন্য বিনীত রইলাম তোমার কাছে ।
![]() |
Nature |
বৃষ্টি বললো প্রকৃতি আমি মিলে দুজনেই সম্পূর্ণ আছি
প্রকৃতি হলো ঈশ্বরের দান করোনা একে কখনো অসম্মান ।
পশু পাখি, মানুষ জন,গাছপালা, নদী নালা, সমুদ্রের জল
সব মিলিয়ে প্রকৃতি হলো জীবন বাঁচারা পবিত্র স্থাল ।
প্রকৃতি বললো ওগো বৃষ্টি এসো তুমি মাঝে মাঝে
ভরিয়ে দিতে আমাদের প্রকৃতিকে নতুন সাজে ।
গোলাপ, পদ্ম, জবা, টগর ফুটবে যে ফুল নানা রঙের
ভরিয়ে দেবে ফুলের সুগন্ধ সবুজ প্রকৃতির এই অরন্যে।
প্রকৃতি হলো জীবন বাঁচার,বেঁচে থাকার উদ্দেশ্য
প্রকৃতি ছাড়া জগতের নেই কোনো মূল্য ।
![]() |
Prokritir |
No comments:
Post a Comment