পরিবার
পরিবার হলো সুখ শান্তি ভালোবাসার ছায়া
আনন্দ স্নেহ আদর প্রেম দিয়ে ভরিয়ে রাখা।
পরিবারের অস্তিত্বকে নিজের মধ্যে আবদ্ধ রাখা
নিজের পরিবারকে নিজের হাতে গড়ে তোলা।
পরিবার মানে সুখ দুঃখ হাসি কান্না সবকিছুতে সঙ্গে থাকা
সঙ্গে থেকে সব কিছুকেই জয় করে নেওয়া।
পরিবার মানে মা বাবা ভাইবোন স্বামী-স্ত্রী
প্রকৃতির চারিদিকের পরিবেশ সব কিছুই নিয়ে পরিবার হয় জীবনের সমবেশ।
![]() |
পরিবার |
পরিবারে মধ্যে প্রতিটি মানুষ প্রতিটি মানুষের সঙ্গে লিপ্ত
তাই পরিবারের প্রতিটি মানুষ একে অপরের সঙ্গে যুক্ত।
পরিবার মানব জাতির কাছে খুবই মূল্যবান
পরিবারের মধ্যে মানব জাতির থাকে অনেক প্রতিদান।
পরিবার ছাড়া কেউ কোনদিন সুখি হতে পারে না
পরিবার ছাড়া কারোর কোনদিন জন্ম গ্রহণ হয় না।
পরিবারকে সম্মান করা ভালোবেসে সবাইকে শ্রদ্ধা করা
একমাত্র পরিবারের প্রত্যেক সদস্যের উপর নির্ভরশীল।
পরিবারে মূল আধার হলো স্বামী-স্ত্রী
একমাত্র তারাই পারে নিজের ছোট পরিবারকে বড়ো করে তুলতে।
পরিবারে সম্পর্ক প্রকৃতির প্রত্যেকের মধ্যে আছে
গাছপালা পশুপাখি জীবজন্তু প্রকৃতির প্রত্যেকের কাছে আছে
নিজের পরিবারকে রক্ষা করার দায়িত্ব ক্ষমতা।
নিজের পরিবারকে ভালোবাসা সুখ আনন্দ দিয়ে ভরিয়ে রাখা।
পরিবার ছাড়া কেউ কোনদিন পৃথিবীতে আসতে পারে না
পরিবার থেকে আমার পৃথিবীতে এসেছি।
পরিবারে জন্যেই আমার প্রকৃতির কাছে আজ অনেক আপন হয়েছি।
পরিবার না থাকলে আমরা আসতাম না
আর প্রকৃতি না থাকলে আমরা বাঁচতাম না।
![]() |
প্রকৃতি |
পরিবার আর প্রকৃতি দুজনকে পেয়ে
একটি নতুন প্রাণ জন্ম নিয়ে আসে এই পৃথিবীতে।
আমাদের পরিবারকে আমাদেরই রক্ষা করা দরকার
সবদা বিপদে-আপদে আশেপাশে থেকে পরিবারের ভালো মন্দ বোঝা দরকার।
পরিবার মানে দুই স্বামী-স্ত্রীর কর্তব্য
নিজের পরিবারকে বিশ্বাস ভালোবাসা ইচ্ছা আশাভরসা সবকিছু দিয়ে ভরিয়ে রাখা।
পরিবারে প্রতিটি সদস্যর মধ্যে যেন সবরকম শক্তি ক্ষমতা থাকে
নিজের পরিবারকে রক্ষা করার।
পরিবার মানে লম্বা বড়ো গাছের মতন
গাছটির যেকোনো অঙ্গ কাটলে
গোটা গাছটিকে আঘাত করে কাটা হয়।
পরিবার ও ঠিক তেমনি পরিবারের একটা সদস্যকে আঘাত করা মানে গোটা পরিবারকে আঘাত করা গোটা পরিবারকে কষ্ট পাওয়া।
নিজের পরিবারকে নিয়ে সুখে থাকতে হয় যাই হোক না কেন নিজের পরিবারকে সবদা বিপদ থেকে আগলে রেখে রক্ষা করা দরকার।
পরিবারে ছোট বাচ্চাদের মধ্যে বা বড়দের মধ্যে নিজের পরিবারের গুরুজনদের কে শ্রদ্ধা সম্মান ভালোবাসা প্রতিটি জিনিস তাদেরকে বুঝিয়ে মানুষের মতন মানুষ করা দরকার।
স্বামী-স্ত্রী নিজের পরিবারকে বুঝে নিয়ে
সবার সাথে হাতে হাত রেখে ভালোবেসে স্নেহ মায়া মমতা দিয়ে ভরিয়ে নিজের পরিবারকে সুখের সংসার তৈরি করে তাকে আগলে রেখে স্বামী-স্ত্রী সবাইকে এক সঙ্গে প্রকৃতিকে আপন করে বেঁচে থাকা দরকার।
No comments:
Post a Comment