ছোটবেলার কিছু স্মৃতি
![]() |
কাগজের নৌকা |
যত বড় হই না কেন তবু ভাবি মনে।।
মন চাই ফিরে যেতে সব বাধা পেরিয়ে।
জানি আর পারবো না ফিরে যেতে ছোটবেলার সময়ে।।
বড় হয়েছি এখন তাই ভাবি মনে।
ছোটবেলার প্রতি স্মৃতি আছে মনের কোণে।।
ছোট যখন ছিলাম আমি ভাবতাম আমি মনে।
বড় হয়ে সবার সাথে থাকবো প্রতিক্ষনে।।
স্কুল ছুটির পরে সবাই মিলে এক হয়ে।
আড্ডা মেরে গল্প করে যাব বাড়ি চলে।।
ছোটবেলার দিনগুলি হয় অনেক মজা।
খেলাধুলা খাওয়া-দাওয়ার সাথে দিন কাটা।।
বন্ধুদের সাথে ঝগড়াঝাটি, মারামারি হয় কত রকমের।
তবুও সব এক হয়ে যায় কিছুদিন পরেই।।
ছোটবেলায় কত স্মৃতি কত মনের বদমাইশি।
মনে পড়ে এখন অনেক পেতাম যদি ফিরে তারে।।
ছোটবেলায় অবুঝ মন শোনে না কোন বারন।
না বোঝা কাজ করে যাই সারাক্ষণ।।
না মানি মায়ের কথা না শুনি বাবার কথা।
মন যা চায় সবসময় করতে চাই সেটা।।
ছোটবেলায় কত কিছু করে যাই খোলা মনে।
সুনি না বারং থাকে না বাঁধন, মনের কথা মেনে যাই যেমন তেমন।।
ছোটবেলার আদরের কথা মনে থাকে সারাবেলা।
মন চায় ফিরে পেতে ছোটবেলার নানা খেলা।।
ছোটবেলার দিনগুলো থাকে অনেক মধুর।
দুঃখ-কষ্ট কাকে বলে বোঝার থাকে না কোন সুর।।
ছোটবেলায় অনেক কথা দিয়ে যায় মনকে ব্যাথা।
মন চায় ফিরে যেতে ছোটবেলার দুনিয়াতে।।
ছোটবেলায় ইচ্ছা মত মাটিতে শুয়ে খেলা করা।
খেলার শেষে বাড়ি এসে হাতমুখ ধুয়ে পড়তে বসা।।
বড়ো হয়ে ভাবি এখন ছোটবেলার দিনগুলি।
অনেক মজা করেছি তখন ছিলাম যখন ছোট আমি।।
ছুটে বেড়ায় সারা মাঠে খেলার কোন সময় নেই।
তাই জন্য ছোটবেলায় কোন জিনিসের বাধা নেই।।
![]() |
খোলা আকাশের নীচে সবুজ প্রকৃতির |
খোলা আকাশের নীচে সবুজ প্রকৃতির কাছে।
ছোটবেলার নানা স্মৃতি জড়িয়ে এখনো আছে।।
ছোটবেলায় থাকে না কোন ভয় কোন চিন্তা।
আনন্দ-খুশির মধ্যে দিয়ে ভরে যায় সারাদিনটা।।
ছোটবেলায় নানা বায়নায় অনেক ইচ্ছা পূরণ হয়।
আর এখন ইচ্ছা পূরণ করতে গেলে নিজের পায়ে দাঁড়াতে হয়।।
![]() |
খাবার |
ছোটবেলায় মায়ের হাতে খেয়ে মন ভরে যায়।
এখন মন চায় মায়ের হাতে খেয়ে ছোটবেলাকে ফিরে পাই।।
ছোটবেলায় বাবা মা স্নেহ দিয়ে ভরিয়ে দেয়।
যত বড় হই না কেন মা বাবার ভালোবাসা কি কমে যায়। ।
বর্ষার সময় বৃষ্টির জলে ভিজে যখন শরীর খারাপ হয়।
মা এসে মাথায় হাত বুলিয়ে দিলে সব অসুখ সুস্থ হয়ে যায়।।
বড়ো যত হই না কেন মা-বাবার কাছে চিরকাল ছোট থাকি।
তাদের ভালোবাসা পাওয়ার জন্য এই ছোটবেলার কথা মনে রাখি।।
![]() |
মায়ের কোলে |
এখন ভাবি মনে মনে ছোট যদি থাকতাম আমি পূজোয় বেড়াতাম মায়ের কোলে।।
No comments:
Post a Comment